শহীদ আলী আজগর রাহাতের পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

শহীদ আলী আজগর রাহাতের পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

শহীদ আলী আজগর রাহাতের পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪৭তম শহীদ, সিলেট মহানগর শাখার সহকারী তথ্য ও সমাজসেবা সম্পাদক শহীদ আলী আজগর খান রাহাতের সম্মানিত পিতা ২ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর ছাত্রশিবির।

 

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ ও সেক্রেটারি শাহীন আহমদ এক যৌথ শোক বার্তায় বলেন, ”আজ আমাদের প্রিয় আলী আজগর খান রাহাতের সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।”

 

নেতৃবৃন্দ আরও বলেন, “তিনি শহীদের পিতা হিসেবে এক বিশেষ মর্যাদা লাভ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তায়া’লা জান্নাত দানের মাধ্যেমে আখিরাতেও তাঁকে সম্মানিত করেন। তাঁর জীবন আমাদের সকলের জন্য ছিল এক অনুপ্রেরণা। তাঁর মৃত্যুতে ছাত্রশিবির সত্যিকার অর্থে একজন অভিবাবক হারিয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার তৌফিক দান করুন। আমিন।”

এ সংক্রান্ত আরও সংবাদ