সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
তারেক রহমান খালাস পাওয়ায় নিউইয়র্কে বিএনপির শোকরানা সমাবেশ
অনলাইন ডেস্ক
২১শে আগস্টের গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় নিউইয়র্কে স্টেট বিএনপির উদ্যোগে এক শোকরানা সমাবেশ হয়েছে। ১ ডিসেম্বর এই সমাবেশে দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্টেট ডিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
এরপর নিউইয়র্ক স্টেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত কর্মীসভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। এ সময় প্রদত্ত বক্তব্যে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন বলেন, বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ডের আলোকেই বিভিন্ন দায়িত্বে অধিষ্ঠিত হবেন নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ নেতৃবৃন্দের উদ্দেশে আরো বলেন, ২০০৮ থেকে যারা অদ্যাবধি আমাদের সাথে আছেন তাদেরকে আমরা চিনি। একইভাবে ৫ আগস্টের পরে যারা একটিভ হয়েছেন আমরা তাদেরকেও চিনি। সুতরাং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা ত্যাগিদেরকেই মূল্যায়ন করবো পূর্ণাঙ্গ কমিটির সময়।
সভাপতির বক্তব্যে মাওলানা আতিক বলেন, যারা দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী এবং যোগ্য, সবকিছু বিবেচনা করে আমরা একটি সুন্দর পূর্ণাঙ্গ কমিটি আপনাদেরকে উপহার দেব। এ নিয়ে সন্দেহ-সংশয়ের অবকাশ থাকতে পারে না।
এসময় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, এবাদ চৌধুরী, বদরুল হক আজাদ, কাজী আসাদউল্লাহ, আল আমিন সুমন, রইস উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, কাওসার আহমেদ, হুমায়ুুন কবির প্রমূখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দেলোয়ার হোসেন ,আশরাফ উদ্দিন, সেলিম আহমদ, এ আর মাহবুবুর রহমান, হাবিব উল্লাহ, সাজুজ্জামান রিঙ্কু, জাকির হোসেন, জামাল হোসেন, নজরুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি