মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

লা লিগা
মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

অনলাইন ডেস্ক

 

লা লিগায় গত শনিবার লাস পালমাসের কাছে হেরে যায় বার্সেলোনা। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। রিয়াল মায়োর্কার বিপক্ষে অনেকগুলো সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল তারা।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। চারটি গোল করেছে তারা দ্বিতীয়ার্ধে।

শুরুতে ফেররান তরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে নেওয়ার পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। বদলি নেমে পরের দুটি গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর।

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো তারা। দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ (৩৩)। ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিডি প্রতিদিন