সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা
প্রতিযোগিতায় বাধা দেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জগতে আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই এবার ইলন মাস্কের আইনি তোপের মুখে পড়েছে। সাবেক টুইটার (এক্স), টেসলা, স্পেসএক্স এবং নিউরালিংকের মালিক মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রতিযোগিতা–বিরোধী আচরণের অভিযোগ এনে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রাথমিক নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি।
মাস্কের অভিযোগ, ওপেনএআই অসাধু উপায়ে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে এবং ব্যবসায়িক স্বার্থে একপেশে সিদ্ধান্ত নিচ্ছে। মামলায় তিনি উল্লেখ করেছেন, প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, সিইও স্যাম অল্টম্যান এবং বোর্ড সদস্য রিড হফম্যানসহ আরও কয়েকজন এই অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত।
মামলার নথিতে দাবি করা হয়েছে, ওপেনএআই মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইকে লক্ষ্যবস্তু করেছে। এর ফলে একটি বড় বিনিয়োগকারী ওপেনএআইয়ের চাপের মুখে এক্সএআইতে বিনিয়োগ থেকে সরে দাঁড়িয়েছে। এতে এক্সএআই আর্থিক ও প্রতিযোগিতার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ওপেনএআই পরিচালকদের ব্যক্তিগত স্বার্থে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছে। উদাহরণস্বরূপ, পেমেন্ট প্রসেসরের জন্য স্ট্রাইপকে বেছে নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে, যা স্যাম অল্টম্যানের সঙ্গে সম্পৃক্ত।
মাস্কের আইনজীবীরা দাবি করেছেন, ওপেনএআইয়ের অলাভজনক চরিত্র রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে প্রতিষ্ঠানটি নৈতিক অবস্থান হারাবে। তবে ওপেনএআই মাস্কের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের একজন মুখপাত্র জানিয়েছেন, মাস্কের অভিযোগগুলো পুরোনো এবং কোনো আইনি ভিত্তি নেই।
এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকালীন অলাভজনক লক্ষ্য থেকে সরে এসেছে।
ওপেনএআই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান। এআই চ্যাটবট চ্যাটজিপিটি তাদের একটি জনপ্রিয় পণ্য। ইলন মাস্ক এর সহ-প্রতিষ্ঠাতা হলেও পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। বর্তমান মামলাটি প্রযুক্তি জগতে প্রতিযোগিতার নৈতিকতা নিয়ে নতুন প্রশ্ন তুলে ধরেছে।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি