দোয়ারাবাজারে ‘পবিত্র কোরআন’ অবমাননার দায়ে যুবক আটক

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

দোয়ারাবাজারে ‘পবিত্র কোরআন’ অবমাননার দায়ে যুবক আটক

দোয়ারাবাজারে ‘পবিত্র কোরআন’ অবমাননার দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার সদরে এ ঘটনা ঘটে।

আকাশ দাস উপজেলা সদর এলাকার মংলারপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দাস পবিত্র কোরআন শরীফে পা দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে ওই যুবককে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে।খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকার সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তারা। ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।তৌহিদী জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে শান্ত করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা জামায়াতে ইসলামীর আমীর তোফায়েল আহমেদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুনামগঞ্জ বাসীকে শান্ত থাকার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ইমন উদ দোজা ও সদস্য সচিব শাকিবও সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ