সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ‘চড়ুইভাতি’ সম্পন্ন
অনলাইন ডেস্ক
হেমন্তের মনোমুগ্ধকর বিদায়বেলায় প্রকৃতি যখন নতুন ঋতুর আগমনী সুর বেঁধে চলেছে, তখন মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজন করেছিল বাৎসরিক চড়ুইভাতির। গেল ৩০ নভেম্বরের এই আয়োজনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল। প্রাকৃতিক স্নিগ্ধতায় ভরা সেই প্রাঙ্গন হয়ে উঠেছিল যেন এক মিলনমেলা।
এই ঘরোয়া অথচ উষ্ণ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও প্রক্টর শেখ আশরাফুর রহমান, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. এম জেড আশরাফুল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম মোক্তাদীর, ইয়াং ইকোনোমিস্ট ফোরামের সভাপতি ড. উম্মে হুমায়রা মান্নি, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আলাউল হক, অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক নওরুশ জাহানসহ আরও অনেকে।
সেদিন সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ যোগ করে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং প্রতিযোগিতা। দুপুরের ভোজনপর্ব শেষে বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সবমিলিয়ে প্রাণের উচ্ছ্বাসে যেন মেতে ওঠেছিল অর্থনীতি বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি