ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে আমু-কামরুল

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে আমু-কামরুল

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে আমু-কামরুল

অনলাইন ডেস্ক

 

আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে, আজ বুধবার সকাল দশটা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ০৩/২০২৪ নম্বর মামলার পরোয়ানায় কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে প্রিজন ভ্যানে করে ট্র‍্যাইব্যুনালে আনা হয়। এরপর তাদের রাখা হয় ট্র‍্যাইব্যুনালের হাজত খানায়। সেখান থেকে এদের দুইজনকে বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্র‍্যাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়।

একপর্যায়ে বেলা ১১ টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে তদন্তে উঠে আসা অভিযোগ পড়ে শোনানো হয় এবং এই মামলায় এদের গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ চাওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ দেয় এবং আগামী ১৮ ডিসেম্বর আবার হাজির করতে বলা হয়।

এর আগে, গত ২ ডিসেম্বর সকালে তাদের গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন।

আরও আগে, গত ৬ নভেম্বর আমির হোসেনকে (আমুকে) গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেফতার দেখানো হয়।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেফেতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেফতার করে।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ