আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে প্রচারণা চালাবে কানাডা

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে প্রচারণা চালাবে কানাডা

আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে প্রচারণা চালাবে কানাডা

অনলাইন ডেস্ক

 

বহু সম্প্রদায়ের দেশ কানাডা নতুন আসা অভিবাসী ও শরণার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়। দেশটি জন্মলগ্ন থেকেই প্রচুর সংখ্যক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু ‌’আশ্রয় নেয়া সহজ নয়’ এই মর্মে দেশটি এখন বিজ্ঞাপন দিয়ে বিশ্বব্যাপী প্রচারণা চালাবে।

কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মার্চ মাস পর্যন্ত স্প্যানিশ, উর্দু, ইউক্রেনীয়, হিন্দি এবং তামিলসহ মোট ১১ টি ভাষায় বিজ্ঞাপন দিবে। আর এই বিজ্ঞাপনে খরচ হবে ২ লাখ ৫০ হাজার ডলার। অভিবাসী নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এখন থেকে যে কেউ গুগলে ‘হাউ টু ক্লেইম অ্যাসাইলাম ইন কানাডা’ অর ‘রিফুজি ইন কানাডা’ সার্চ করবে তখনই তারা জানতে পারবে সরকার প্রদত্ত বিজ্ঞাপন, যেখানে চলে আসবে কানাডায় আশ্রয় নেয়া অথবা অ্যাসাইলাম ক্লেইম করা সহজ নয়।

উল্লেখ্য অতিরিক্ত অভিবাসীদের আশ্রয় দেয়ার কারণে রাজনৈতিক ভাবে চাপের মধ্যে রয়েছে বর্তমান জাস্টিন ট্রুডু সরকার। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হওয়ায় ট্রুডু’র উপর নতুন চাপের সৃষ্টি হয়েছে।

কানাডার সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার অ্যাসাইলাম ক্লেম জমা হয়ে আছে। এগুলো শেষ করতে ৪৪ মাস সময় লেগে যাবে। এরমধ্যে তারা খুঁজে বের করবে কারা অ্যাসাইলাম পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয়।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ