সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে আগেই।
২৪ ঘণ্টাও পার হওয়ার আগেই এবার স্থগিত হলো টাইগারদের শ্রীলঙ্কা সফর।
করোনার ছোবলে এ নিয়ে পঞ্চম সিরিজ স্থগিত করলো বাংলাদেশ।
সূচি অনুযায়ী, জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।
বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজ খেলতে যেতে প্রস্তুত নয় বাংলাদেশ দল।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, দলের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি একেবারেই অনুকূলে নয়। তাছাড়া আমাদের কিছু শীর্ষ খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য সফর করা উপযুক্ত নয় বলে মনে করেছি আমরা।
এদিকে দুই বোর্ড একমত হয়েই এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসএলসি।
পরে দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে ফের সূচির সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তারা।
চলমান সংকটের কারণে পাকিস্তান সফরের শেষ ধাপ আগেই স্থগিত করে বিসিবি। স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচও।
মে মাসে ছিল বাংলাদেশ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফর। যেটাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।
এরপর জুনে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল বাংলাদেশের হোম সিরিজ। আগস্ট-সেপ্টেম্বরে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।
করোনা মহামারী পরিস্থিতিতে সব সিরিজই স্থগিত করা হয়েছে।
সর্বশেষ জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ স্থগিত হলো বাংলাদেশের।
করোনাভাইরাসের কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকে সব ধরনের খেলাধুলা বন্ধ বাংলাদেশে। ক্রিকেটাররা বাসায় নিজেদের তত্ত্বাবধায়নে ফিটনেস ধরে রাখছেন।
এখন পর্যন্ত বাংলাদেশের চার ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, নাফিস ইকবাল ও আশিক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি