সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
হিন্দি সিনেমার জগতে আমি বহিরাগত; কেন বললেন শাহরুখ?
অনলাইন ডেস্ক
বলিউড কিং শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, হিন্দি সিনেমার জগতে নিজেকে বহিরাগত বলেও দাবি করলেন তিনি।
শুক্রবার ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিওতে শাহরুখকে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়ে কথা বলতে দেখা যায়। এই ছবির হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সেখানে নিজেকে মুফাসার সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের বিষয়ে এসব কথা বলেন কিং খান।
শাহরুখের কথায়, ‘আমি যদি বিনয় না করে বলি, তাহলে বলতে হয় হ্যাঁ এটা আমারই গল্প, মুফাসার গল্প আমার সঙ্গে মিলে যায়। টেকনিক্যালি বলতে গেলে, যার বাবা-মা নেই সে অনাথ। আমিও খুব অল্প বয়সে আমার মা-বাবাকে হারিয়েছি, তাই সেই দিক থেকে দেখতে গেলে আমি একজন আধা-অনাথ। আমারও কোনও পরিবার ছিল না।’
শাহরুখ আরও বলেন, ‘এটা একজন বহিরাগতের গল্প। আর আমিও এই ইন্ডাস্ট্রিতে একজন ‘বহিরাগত’। কারণ আমার পরিবারের কেউ আমার আগে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলাম, তাই আমিও একজন বহিরাগত। এটা রাজার গল্প। হ্যাঁ, আমি কিং।’
জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে ‘মুফাসা: দ্য লায়ন কিং’।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি