সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। রোববার (৮ ডিসেম্বর) ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের কান্দিগাঁওয়ে নাঈমা ফিলিং স্টেশনের সামনে বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সিলেট থেকে যাত্রী নিয়ে লিমন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে তীব্র কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসে থাকা দুই পুরুষ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের উপপরিদর্শক স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাস হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি