হবিগঞ্জের লাখাইয়ে তাফসীর মাহফিল

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

হবিগঞ্জের লাখাইয়ে তাফসীর মাহফিল

হবিগঞ্জের লাখাইয়ে তাফসীর মাহফিল

দেশ ও জাতির কল্যাণে
ঐক্যবদ্ধ থাকতে হবে
—–মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

সংবাদ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মু’মীন জীবনে ইসলামের পূর্ণ অনুসরণ অপরিহার্য। অন্তরে সুদৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও প্রকাশ এবং কাজেকর্মে ঈমানের বহিঃপ্রকাশ অত্যাবশকীয়। নতুবা প্রকৃত মু’মীন হওয়া সম্ভব নয়। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, গুনাহ থেকে পরিত্রাণ এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় পেতে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা জোরদার রাখার বিকল্প নেই। জিহাদ মানেই মারামারি কাটাকাটি কিংবা যুদ্ধ বিগ্রহ নয়। দাওয়াত, ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে নিজেকে গড়া, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা এবং চূড়ান্ত পর্যায়ে আল্লাহর পথে লড়াই হলো জিহাদ ফী সাবিলিল্লাহ।

তিনি শনিবার রাতে হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ ময়দানে মোড়াকরি যুবসংঘ আয়োজিত তাফসীরুল কুরআন মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

হাজী মো. ইসহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুস সালাম সালেহী, মুফতি আব্দুর বারী ও মাওলানা আব্দুল বারী (বি. বাড়িয়া) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে ধৈর্য্য, দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপ গ্রহনের ধারা অব্যাহত রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদের দেয়াল ভেঙ্গে ফেলতে হবে। ধর্ম-বর্ণ, দলমত, উঁচু নিচু, ধনী-গরিবে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ