সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
রয়টার্সের প্রতিবেদন
বাশার আল আসাদ কি বিমান দুর্ঘটনায় মারা গেছেন?
অনলাইন ডেস্ক
বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার ক্ষমতা ও দেশ ছাড়ার খবর নিয়ে তেমন কোনো জল্পনা হচ্ছে না। তবে বাশার পালানোর পরই তার সম্ভাব্য গন্তব্য কোথায়, তিনি কোন দেশে আশ্রয় নিতে পারেন সে নিয়ে চলছিল নানা কৌতুহল। এই আলোচনায় নতুন মাত্রা দিয়ে কয়েকটি সূত্রের একটা দাবি। সিরিয়ার সেই সূত্রগুলো বলছে, বাশার দেশ ছেড়ে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছে তার উড়োজাহাজটি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। আর এমনটা ঘটলে বাশারের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ। সিরিয়ার দুটি সূত্রের বরাতে এই খবর দিয়েছে রয়টার্স।
১২ দিন অভিযানের পর সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় বিদ্রোহীরা। তখন দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।
বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই উড়োজাহাজে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া উড়োজাহাজটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি