সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
দাপুটে ব্যাটিংয়ে টাইগারদের হারাল ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
টানা ১১ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ। শেই হোপের দারুণ ইনিংসের পর শেরফেইন রাদারফোর্ডের বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
হোপের দল প্রথম ওয়ানডেতে জিতেছে ৫ উইকেটে। বাংলাদেশের ২৯৪ পেরিয়ে গেছে ১৪ বল বাকি থাকতে।
ওয়ার্নার পার্কে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতছিল স্বাগতিকরাই।
দলকে জয় এনে দেওয়ার সময় ৫ চারে ৩১ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রেভস। ৩ বলে ২ রানে খেলছিলেন রোস্টন চেইস।
৩০ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল বাংলাদেশ। এরপর রাদারফোর্ড পাল্টা আক্রমণ শুরু করলে এলোমেলে হয়ে যায় বোলিং। হোপ বিদায় নিলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। গ্রেভসের সঙ্গে খুনে জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রাদারফোর্ড।
রাদারফোর্ডের ম্যাচ জেতানোর ভিতটা গড়েছেন হোপ। ৮৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান অধিনায়ক। হোপ ও কার্টির ৮২ বলে ৬৭ রানের জুটি রান তাড়ার শুরুটা এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তানজিম, নাহিদ, রিশাদ, মিরাজ ও সৌম্যর।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার এই ওয়ার্নার পার্কেই সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি