সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
ফের অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী
অনলাইন ডেস্ক
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ ভালোবেসে সংসার পেতেছিলেন অভিনেত্রী আম্বার হার্ডের সঙ্গে। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো হলো না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। জনির অধ্যায় চাপা দিয়ে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন আম্বার। সেই জীবনে আসছে নতুন অতিথি। তিনি অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
এই ঘোষণা দেয়ার পর গেল শনিবার প্রথম প্রকাশ্যে আসেন আম্বার। তিনি বর্তমানে মেয়েকে নিয়ে স্পেনের মাদ্রিদ শহরে বাস করছেন। ‘আকুয়াম্যান’ ছবির এই অভিনেত্রীকে দেখা গেছে সেই শহরেই। আম্বারের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে জানান, ‘সবে তার গর্ভাবস্থা শুরু হয়েছে। তাই আমরা চাই না বিস্তারিত কিছু প্রকাশ করতে। তবে এটুকু বলা যায়, আম্বার নিজে এবং তার তিন বছর বয়সী কন্যা ওনাগ পেইজ খুব খুশি।’
উল্লেখ্য, জনি ডেপের সঙ্গে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় আম্বার হার্ডের। এরপর বিওবি ফটোগ্রাফার বিয়ানকা বুটির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। একসময় ধনকুবের ইলন মাস্ক এবং ভিটো শ্নাবেলের সঙ্গেও গৃহবাসী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে ‘দ্য রাম ডায়েরি’, ‘ড্রাইভ অ্যাঙ্গ্রি’, ‘জম্বিল্যান্ড’খ্যাত তারকা আম্বার একা বলেই শোনা যাচ্ছে। তাই আলোচনায় এসেছে, তার দ্বিতীয় সন্তানের বাবা কে? এ নিয়ে অবশ্য কোনো কথা বলেননি অভিনেত্রী বা তার মুখপাত্ররা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি