সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
রাদারফোর্ডের বিধ্বংসী সেঞ্চুরি
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ফলে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
তিন অর্ধশতকে ভর করে প্রতিপক্ষকে ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় মেহেদী হাসান মিরাজের দল। জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মাঠে নেমে এক কথায় তাণ্ডব চালান শেরফান রাদারফোর্ড। আট ছক্কা আর সাত বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন তিন। সাজঘরে ফেরার আগে মাত্র ৮০ বলে দলকে ১১৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন।
তার ঝোড়ো ইনিংসে লন্ডভন্ড ওয়ার্নার পার্কে বাংলাদেশের আরেকটি জয়ের স্বপ্ন। ২৯৪ রান করেও ২.২ ওভার বাকি থাকতে পাঁচ উইকেটের বড় হার নিয়ে মাঠে ছাড়ে মিরাজবাহিনী। ফলাফল, তিন ওয়ানডের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১–০ তে।
৪৬তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৭০/৪। অর্থাৎ, জয়ের জন্য চার ওভারে লাগতো ২৫ রান। ম্যাচ তখন তাদের দিকে পুরোপুরিই হেলে গেছে। তবে এরপর মাত্র এক ওভারেই কাজটা প্রায় সেরে ফেলেন রাদারফোর্ড। সৌম্য সরকারের করা ৪৭ তম ওভারের প্রথম বলে দৌড়ে দুই রান নেন। কিন্তু ওভার থ্রোয়ে বল বাউন্ডারি পেরিয়ে গেলে মোট রান হয়ে যায় ছয়। আর তাতে মাত্র ৭৭ বলে রাদারফোর্ডের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও হয়ে গেছে। পরের দুই বলে বিশাল দুই ছক্কা।
রাদারফোর্ড অবশ্য খেলা শেষ করে যেতে পারেননি। ওভারের চতুর্থ বলে শর্ট থার্ডম্যানে নাহিদের ক্যাচ। সৌম্যর ওই ওভারেই আসে ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ২/৬৭, সিলস ১/৬৩, শেফার্ড ৩/৫১, গ্রিভস ০/৫০, চেইস ০/১৬, মোটি ০/৪২)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (কিং ৯, লুইস ১৬, কার্টি ২১, হোপ ৮৬, রাদারফোর্ড ১১৩, গ্রিভস ৪১*, চেইস ২*; তাসকিন ০/৫৩, তানজিম ১/৫৫, নাহিদ ১/৫০, রিশাদ ১/৪৯, মিরাজ ১/৬২, সৌম্য ১/২৪)।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি