সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
কিয়েভের স্বীকারোক্তি
ইউক্রেনকে আরও এফ-১৬ যুদ্ধবিমান দিল পশ্চিমারা
অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, তার দেশ মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানের আরো একটি চালান হাতে পেয়েছে। ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এফ-১৬ জঙ্গিবিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেন। তবে তিনি একথা পরিষ্কার করেননি যে, কতটা উন্নতমানের এবং কতগুলো বিমান তিনি হাতে পেয়েছেন। এসব বিমান এরইমধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত করা হয়েছে কিনা তাও তিনি স্পষ্ট করেননি। জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধবিমান দেয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে।
ইউক্রেনের নেতা এক্স পোস্টে বলেন, ‘ডেনমার্ক থেকে এফ-১৬ জঙ্গিবিমানের নতুন চালান পাওয়ার পর আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হলো। এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনকে ধন্যবাদ জানাই।’ এর আগে, ২০২৩ সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদেরকে ইউক্রেনের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার অনুমতি দেয়।
ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারে সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যায়- পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ৮০টি যুদ্ধবিমান দেবে বলে কথা রয়েছে। এরমধ্যে শুধু ডেনমার্ক একাই ১৯টি এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি