ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারের পর যা বললেন মিরাজ

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারের পর যা বললেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারের পর যা বললেন মিরাজ
অনলাইন ডেস্ক

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হার দিয়ে ওয়ানডে মিশন শুরু করলেও নিজেদের স্কোরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান করে বাংলাদেশ। স্কোরটা এক সময় ৩২০ এর আশপাশে থাকবে মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেরফেইন রাদারফোর্ডের ঝড়ো সেঞ্চুরি ও অধিনায়ক শেই হোপের দায়িত্বশীল ফিফটিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেয়া ২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখে লক্ষ্য স্পর্শ করে স্বাগতিকরা।

এদিন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে রাদারফোর্ড খেলেন ১১৩ ঝলমলে ইনিংস। ৮০ বল মোকাবিলায় তিনি সাতটি চারের সঙ্গে মারেন আটটি ছক্কা। হোপের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ বলে ৯৯ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৭ বলে ৯৫ রানের আগ্রাসী জুটি গড়েন রাদারফোর্ড। হোপ ৮৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় করেন ৮৬ রান। শেষে ২.২ ওভার বাকি থাকতে পাঁচ উইকেটের বড় জয় পায় ক্যারিবীয়রা। ফলাফল, তিন ওয়ানডের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১–০ তে।

ম্যাচে অধিনায়ক হোপ ও রাদারফোর্ড মিলে গড়েন ৯৯ রানের জুটি। এরপর রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস মিলে ৫৭ বলে ৯৫ রানের জুটিতে জয়ের সুবাস এনে দেন।

মিরাজ বলেন, এই জুটিটি সময়মতো ভাঙতে না পারাই হারের কারণ, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’

ভুল থেকে শেখার কথা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। এখনো দুটি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।’

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম‍্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ২/৬৭, সিলস ১/৬৩, শেফার্ড ৩/৫১, গ্রিভস ০/৫০, চেইস ০/১৬, মোটি ০/৪২)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (কিং ৯, লুইস ১৬, কার্টি ২১, হোপ ৮৬, রাদারফোর্ড ১১৩, গ্রিভস ৪১*, চেইস ২*; তাসকিন ০/৫৩, তানজিম ১/৫৫, নাহিদ ১/৫০, রিশাদ ১/৪৯, মিরাজ ১/৬২, সৌম‍্য ১/২৪)।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ