সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি জাহিদুল হক, এসআই আতিয়ার ও এসআই মোহন
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শ্রেষ্টত্ব অর্জন করেছেন দোয়ারাবাজার থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা। তারা হচ্ছেন- শ্রেষ্ট ওসি জাহিদুল হক, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আতিয়ার রহমান এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোহন রায়।
সোমবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ট অফিসার হিসাবে নির্বাচিত দোয়ারাবাজার থানার ওই তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।
সভায় চলতি বছরের নভেম্বর মাসের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম। ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান পণ্য উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ সম্মাননা পুরস্কার।
এতে আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি