ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র তাফসীরুল ক্বোরআন মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র তাফসীরুল ক্বোরআন মাহফিল সম্পন্ন

ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র
তাফসীরুল ক্বোরআন মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

 

ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে ১০তম তাফসীরুল ক্বোরআন মাহফিল ও শিশু শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ৬ ডিসেম্বর শুক্রবার সিলেট নগরীর ১০নং ওয়ার্ডে অবস্থিত বৃহত্তর ঘাসিটুলা লামাপাড়ায় ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্নে অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা তাফসীর মাহফিলের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তিলাওয়াত করেন মুদ্দাসির আহমদ তামিম।
ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর পরিচালনায় তাফসীর মাহফিলে প্রধান অথিতির বয়ান পেশ করেন মাওলানা মুস্তাক আহমদ খাঁন ধনুকান্দি। মাহফিলে সভাপতিত্ব করেন পর্যায়ক্রমে কেন্দ্র উপদেষ্টা আব্দুল কুদ্দুস ও লামাপাড়া জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওলানা এখলাছুর রহমান- হবিগঞ্জ।
তাফসীর মাহফিলে আরো নছিহত পেশ করেন কুয়ারপাড় জামে মসজিদ সিলেটের খতিব মাওলানা নূরুল হক নবীগঞ্জী, মাওলানা হাফিজ মুফতি তানভীর আল-মাহমুদী- ময়মনসিংহ, লামাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মুফতি আমীন কাশেমী, ডহর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মুফতি আবদুল্লাহ, মাওলানা তোফায়েল আহমদ সবুজ- শেখঘাট, সিলেট।
ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শিশু শিক্ষা ক্বেরাত, গজল, আযান বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর আলম।
ক্বেরাত প্রতিযোগিতায় ১ম মুদ্দাসির আহমদ তামিম, ২য় রাফি আহমদ (১), ৩য় রাফি আহমদ (২)। আযান প্রতিযোগিতায় ১ম রাফি আহমদ, ২য় মুদ্দাসির আহমদ, ৩য় হাবিবুল ইসলাম, সংগীতে ১ম সিয়াম আহমদ, ২য় রবিউল ইসলাম, ৩য় আদনান আহমদ,
মেয়ে বড়দের বিষয় ক্বেরাতে ১ম মোছাঃ আছমা আক্তার, ২য় আফরিন আক্তার, ৩য় হুমাইরা হাসান, সংগীতে ১ম সানজিদা আক্তার, ২য় আছমা আক্তার, ৩য় আদিবা আশরাফ চৌধুরী।
ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ১০নং ওয়ার্ড শাখার পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক বলেন আলহামদুলিল্লাহ সবার উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত ভাবে শেষ হয়েছে ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ১০ম তাফসিরুল ক্বোরআন মাহফিল ও শিশু শিক্ষা প্রতিযোগিতা। আল্লাহ পাকের দয়া ও দেশ-বিদেশের সকলের দোয়াও সহযোগিতায় মাহফিলকে কামিয়াবি দান করেছেন দোয়া করি আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করুন এবং দুনিয়া আখেরাতে উত্তম বদলা তাদের দান করুন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ