সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
দক্ষিণ সুরমা আন্তর্জাতিক
দুর্নীতি বিরোধী দিবস পালিত
সংবাদ বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন-২০২৪ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ঃ গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা মোতাবেক দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলা ১১ টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহ কর্মকর্তা উর্মি রায়।
এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়।
সততা সংঘের সদস্য মারোয়ানুজ্জামান এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম. আহমদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিম উল্লাহ খান, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ, এনটিভি ইউরোপ এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাস্টার হাজী আব্দুল কাইয়ুম, সদস্য মাস্টার আব্দুল হাই, মাস্টার রইছ আলী, মোঃ উসমান আলী প্রমুখ।
পরে সততা সংঘের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি