সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
নাটকীয় হারে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পুঁজিটা ছিল মামুলি। জ্যোতিবাহিনীর দেওয়া ছোট্ট টার্গেটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল আইরিশদের জন্য। শেষ ওভারে ম্যাচ জিততে সফরকারীদের দরকার ছিলো ১৫ রান। এমন পরিস্থিতিতেও ম্যাচ হেরেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের করা ২০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৪ মেরে আয়ারল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন লরা ডেলানি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪ উইকেটে। এ হারে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যেতির দল।
সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে সফরকারীদের ১২৪ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা। জবাবে ১ বল আগেই জয়ের বন্দরে নোঙর করে আইরিশ নারীরা।
নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা পায় সফরকারীরা। দুই ওপেনার হান্টার-লুইস মিলে গড়েন অর্ধশতক রানের উদ্বোধনী জুটি। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের।
প্রথম উইকেট পতনের পর কিছুটা খেই হারায় আইরিশরা। দলীয় স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ করতেই একে একে বিদায় নেয় আরও ৩ ব্যাটার। তবে ম্যাচের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিনটি চার মেরে জয় নিশ্চিত করেন আইরিশ ব্যাটার লরা ডেলানি।
বাংলাদেশের পক্ষে ১০ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রাবেয়া খান। এছাড়া ১টি করে উইকেট পান নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও শোভনা মোস্তারীর ৭১ রানের জুটিতে ভর করে ১২৩ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে শোভনার ব্যাটে। আইরিশদের পক্ষে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন অরলা প্রেন্ডারগাস্ট।
বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, জাহানারা আলম, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার ও সানজিদা মেঘলা।
আয়ারল্যান্ড একাদশ: অ্যামি হান্টার, গ্যাবি লুইস, ওরলা পেন্ডারগ্যাস্ট, লি পল, লরা ডেলানি, রেবেকা স্টকেল, ক্রিশ্চিনা কোল্টার রিলি, আরলিন কেলি, অ্যালানা ডালজেল, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি মাগুয়ের।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি