সিলেট ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি বলেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির সিলেটবাসীর পাশে আছেন পাশে থাকবেন । বুধবার (২৪জুন) নগরীর শাহী ঈদগাহ ,কলবাখানী ও গােয়াইটুলা এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডে মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সিলেটে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি আরো বলেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে সিলেটে করোনা আক্রান্ত রোগীর ঘরে ঘরে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার। করোনা ভাইরাস বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন বাড়ছে করোনাক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এই মহামারী থেকে সুরক্ষা পেতে আমাদেরকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। বাসায় ফিরে সাবান দিয়ে ভালভাবে হাত মুখ ধুতে হবে। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল শ্রেনীপেশার মানুষকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।
এসয় উপস্থিত ছিলেন, শহর বি,এন,পির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া , সেচ্ছাসেবক দল নেতা তুহিন নাগ, যুবদল নেতা তানভীর চৌধুরী, দেওয়ান রেজা মাজেদ -যুবদল নেতা, আব্দুল আজিজ -যুবদল নেতা, আব্দুল্লাহ শফি সাহেদ -সদস্য মহানগর যুবদল আহবায়ক কমিটি, রেজওয়ান আহমদ রাজ -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, মাহফুজ চৌধুরী -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, জি এম বাপ্পি -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, রায়হান আহমদ -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, সাহেদ সিরাজ – সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা, ফাহিম আহমদ -সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা
সাহেদ আহমদ, সিলেট জেলা যুবদল নেতা, লিটন আহমদ, জেলা যুবদল নেতা, জুয়েল আহমদ, জেলা যুবদল নেতা, বাবুল আহমদ -জেলা যুবদল নেতা,জমির হোসেন মিন্টু -যুবদল নেতা, জুবের আহমদ-সহ সভাপতি সিলেট জেলা ছাএদল, সিলেট মাহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ,সিলেট রায়হান উদ্দিন রাজু – সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাএদল, মাছুম আহমদ -সিনিয়র সদস্য সিলেট জেলা ছাএদল,হাসনাতুল জুমন -সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাএদল, সুমন মজুমদার -যুবদল নেতা, শাহীন আহমদ -যুবদল নেতা, ইয়াছিন খাঁন লিমন -সিলেট মহানগর ছাএদল, শফিকুল ইসলাম রাজিব -সিলেট মহানগর ছাএদল, সুয়েব আহমদ সিমন -সাবেক সদস্য সিলেট জেলা ছাএদল, তামিম আহমদ -সিলেট মহানগর ছাএদল, আব্দুস সামাদ -সদস্য সচিব ৫নং ওয়ার্ড ছাএদল, ফয়েজুল ইসলাম ফয়েজ -সিলেট মহানগর ছাএদল, সানজু রহমান মহানগর ছাএদল, তাজুল ইসলাম স্বপন -সিলেট মহানগর ছাএদল, আরমান আহমদ মুন্না -সাবেক সদস্য সিলেট মহানগর ছাএদল, মুহাম্মদ মাহবুব -সিলেট মহানগর ছাএদল, নয়ন আহমদ -মহানগর ছাএদল -মহানগর ছাএদল আলম ,যুবদল নেতা সিতান নূর
লিমন খান,ফয়েজ,রাজিব,আব্দুস সামাদ,তামিম,,তাজুল ইসলাম স্বপন,সানজু,সাদ্দাম,জুলহাস,শুভন,সালমান,রুবেল,,
প্রমুখ।
করোনা ভাইরাস রুগিদের ফ্রী এম্বুলেন্স সার্ভিস জন্য, সিলেট হেলথ ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ট্রাস্ট'র (শেইড) এর দুইটি এম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠান।
Posted by Syl News BD on Tuesday, 23 June 2020
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি