সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত
অনলাইন ডেস্ক
সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড।
ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি ভারতের।
মঙ্গলবার ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশি জেলে ও ট্রলারের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন তারা।
এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের।
অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে দাবি করে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, দুটি ট্রলার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে।
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো- এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫।
In a swift operation, @IndiaCoastGuard apprehended two #Bangladeshi fishing trawlers along with 78 crew for unauthorised fishing in #Indian waters. The vessels have been brought to #Paradip for legal proceedings. #MaritimeSecurity #WeProtect pic.twitter.com/DQDuEANNfZ
— Indian Coast Guard (@IndiaCoastGuard) December 10, 2024
ভারতীয় কোস্টগার্ড আটকের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় উদ্ধারের আহ্বান জানিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন।
গত সোমবার খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যানুযায়ী, ৭৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারতীয় কোস্টগার্ড ৭৮ জনের কথা স্বীকার করল।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি