সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
অনলাইন ডেস্ক
রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে আপত্তিকর প্রতিক্রিয়া জানানোর শাস্তি হিসেবে আগেই লাল কার্ড পেয়েছিলেন তিনি। এবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এদিনই ফ্লিকের শাস্তির খবর আসে। অবশ্য তার এই নিষেধাজ্ঞা ইউরোপ সেরা টুর্নামেন্টে নয়, লা লিগায় দলের পরের দুই ম্যাচে লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না জার্মান কোচ।
ফ্লিকের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনা আপিল করবে, সূত্রের মাধ্যমে এমনটা জানতে পেরেছে বলে নিজেদের প্রতিবেদনে লিখেছে ইএসপিএন।
লা লিগায় গত শনিবারের ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকেকে ফ্রেংকি ডি ইয়ং ফাউল করলে পেনাল্টি পায় বেতিস। ভিএআর মনিটরে লম্বা সময় ধরে দেখে এই সিদ্ধান্ত নেন রেফারি। তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় লাল কার্ড দেখেন ফ্লিক।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য তিনি বলেন, তার ওই প্রতিক্রিয়া রেফারির উদ্দেশ্যে ছিল না।
“আমি কাউকে কিছু বলিনি। এটা কেবল আমার নিজের একটা প্রতিক্রিয়া। আমাকে এটা মেনে নিতে হবে। আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমি কখনও এটা করি না। আমার মনে হয়, ওই সময়ে ওটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ছিল মাত্র, কারণ পেনাল্টি ছিল কি-না, তা দেখতে দীর্ঘ সময় লাগে।”
“(লাল কার্ড পাওয়ায়) আমি সত্যিই হতাশ। ভেবেছিলাম, আমার সঙ্গে এমনটা কখনই ঘটবে না। কিন্তু এখানে হলো…আমাকে মেনে নিতে হবে।”
সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগে এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে তারা, বাকি চার ম্যাচে দুটি করে হেরেছে ও ড্র করেছে।
তারপরও অবশ্য এখনও লিগ টেবিলে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি