সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
গীতাজয়ন্তী উপলক্ষে শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র
‘শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায়-যজ্ঞ মহোৎসব’ শুক্রবার
সংবাদ বিজ্ঞপ্তি
গীতাজয়ন্তী উপলক্ষে দিবসব্যাপী সিলেটের পুরানলেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’ এর উদ্যোগে ‘শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায়-যজ্ঞ মহোৎসব’ আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর অনুষ্টিত হবে। শ্রীশ্রীগীতা মন্দির পরিচালনা কমিটির সহায়তায় দিবসটিতে ‘শ্রীমদ্ভগবদ্গীতা স্বাধ্যায়-যজ্ঞের পাশাপাশি অন্য কর্মসূচিগুলো হলো ধর্মসভা, সম্মাননা ও পুরস্কার প্রদান।
শুক্রবার ভোর ৬.১৫ ঘটিকায় অমৃতরাম ভট্টাচার্য (দুলাল) এর পৌরহিত্যে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনার মাধ্যমে দিবসব্যাপী অনুষ্ঠান শুরু হবে। ভোর ৬.২৫ ঘটিকায় স্বাধ্যায়-যজ্ঞ শুরু হয়ে চলবে বিকেল ৫.২০ ঘটিকা পর্যন্ত, এতে আচার্য থাকবেন বিনীত কুমার চক্রবর্তী। স্বাধ্যায়-যজ্ঞে একে একে অংশ নেবে মোট ১০টি যাজ্ঞিক সংঘ। সংঘগুলো হলো- শ্রীহট্ট ব্রাহ্মণ পরিষদ; গীতা পাঠচক্র, শ্রীশ্রীগীতামন্দির, পুরানলেন, সিলেট; মহানাম সেবক সংঘ, শ্রীহট্ট; শ্রীমদ্ভাগবত বিদ্যাপীঠ, গঙ্গারামের চক, দক্ষিণ সুরমা, সিলেট; বেদব্যাস গীতাশিক্ষা কেন্দ্র, শিববাড়ি, সিলেট; নিম্বার্ক আশ্রম গীতা শিক্ষা কেন্দ্র, মির্জাজাঙ্গাল, সিলেট; বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, রামকৃষ্ণ মিশন আশ্রম, সিলেট; উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস, চালিবন্দর, সিলেট; শ্রীমা সারদা সংঘ, সিলেট এবং গীতা সংঘ, করেরপাড়া, সিলেট। ৫.২০-৫.৩. ঘটিকা পর্যন্ত চলবে সমবেত গীতা মাহাত্ম্য পাঠ (বরাহ পুরাণোক্ত)। এরপর হবে সমবেত প্রার্থনা।
৫.৪০ ঘটিকায় ‘শ্রীমদ্ভগবদ্গীতায় জীবনদর্শন’ র্শীষক ধর্মসভা অনুষ্টিত হবে। এতে সভাপতিত্বে করবেন পুরানলেন শ্রীশ্রীগীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজবিকাশ দেবরায় এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। মুখ্য আলোচকের বক্তব্য রাখবেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র আচার্য বিনীত কুমার চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখবেন সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র সহ-সভাপতি রণবিজয় ভট্টাচার্য। পরে স্বাধ্যায়-যজ্ঞে অংশগ্রহণকারী দলগুলোকে সংবর্ধনা এবং প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
দিনব্যাপী কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রীগীতা মন্দিরের ‘গীতা পাঠচক্র’র সভাপতি সুধাময় দেব ও সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি