রানা ধরের পরেলোকগমণে মহালয়া উদ্যাপন পরিষদের শোক প্রকাশ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

রানা ধরের পরেলোকগমণে মহালয়া উদ্যাপন পরিষদের শোক প্রকাশ

রানা ধরের পরেলোকগমণে
মহালয়া উদ্যাপন পরিষদের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

 

মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের সহ-সভাপতি, সিলেটের বিশিষ্ট ইমিগ্রেশন এ্যাডভাইজার, এপেক্সিয়ান জি ডি রুমু’র পিতা রানা ধর গত ৯ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় আমেরিকায় পরলোকগমণ করেছেন।
তাঁর পরলোকগমণে গভীর শোক প্রকাশ করেছে মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দ। এক শোক বার্তায় পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানান গভীর সমবেদনা।

এ সংক্রান্ত আরও সংবাদ