শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি

 

শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার

অনলাইন ডেস্ক

 

স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরাও নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

এদিকে বুধবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় তাদের দূতাবাস চালু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শিগগিরই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল-আসাদ দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আল-বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র: দ্য নিউ আরাব, মিডল ইস্ট মনিটর, আল-আরাবিয়া

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ