সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
বিশ্বনাথে দোকানে সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে সং ঘ র্ষ, আহত ১০
অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ২টার দিকে একটি দোকানে সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বড় খুরমা গ্রামের তুরণ মিয়া গং ও আব্দুল মছব্বির গংদের মধ্যে বিরোধ চলে আসছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ২টার দিকে সেই দোকানে একটি কোম্পানীর সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সংগঠিত হয়। এতে পথচারী’সহ উভয় পক্ষের লোকজন আহত হন।
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তুরন মিয়া গংদের পক্ষের আহতরা হলেন- মুহিন মিয়া (৪৫), মানিক মিয়া (৪৫), আদনান আহমদ (২৫), মিছিল খা (২৫) এবং আব্দুল মছব্বির গংদের পক্ষের আহতরা হলেন- লিমন আহমদ (১৬), রেদোয়ান আহমদ (১৯), শিপন মিয়া (২০), রায়হান আহমদ (১৬) প্রমুখ।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, মামলা থাকা ওই দোকান ঘরটি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি