সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের নিরাপত্তায় ফিরেছে আরএনবি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার) এর নিরাপত্তায় আবারও দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী-কে (আরএনবি)। বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে পুনরায় বাঙ্কারের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ৫ আগষ্টের পর সেখানে আরএনবি সদস্যদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তখন বাঙ্কার থেকে প্রত্যাহার করা হয় আরএনবি সদস্যদের।
আরএনবি সদস্যদের প্রত্যাহার করার পর লুটপাট শুরু হয় বাঙ্কারে। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লোট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ।
এদিন সকাল সাড়ে ১১টায় ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার)-এ যান ঢাকা ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার মোঃ মহিউদ্দিন আরিফ, আরএনবি চট্টগ্রাম চীফ কমান্ড্যান্ট মো. আসাবুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার প্রমুখ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা আরএনবি সদস্যদের পুনঃ দায়িত্বের সত্যতা নিশ্চিত করে জানান, বাঙ্কারের নিরাপত্তায় তারা বুধবার থেকে মাঠে থাকবেন। এখন সেখানে থাকার কোন ব্যবস্থা না থাকায় ২/৩ দিন বাহির থেকে তারা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা বাঙ্কারে তাদের থাকার ব্যবস্থা করে দিব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি