জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার
অনলাইন ডেস্ক

 

ভালো নেই নন্দিত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কয়েক বছর ধরেই ভুগছেন ক্যান্সারে। গতকাল বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় ভেন্টিলেশনে।

এ তথ্য জানিয়েছেন নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা ও রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে তারা জানান, পাপিয়া সারোয়ারকে ঢাকার তেজগাঁওয়ের একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার দুই কন্যা জারা ও জিশান থাকেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরই মধ্যে তাদের খবর দেওয়া হয়েছে, তারা দেশে ফিরছেন।

অনিমা রায় বলেন, ‘চিকিৎসকরা এখনো নিশ্চিতভাবে কিছু বলেননি। আরেকটু অপেক্ষা করতে বলেছেন।’ একই তথ্য দিয়েছেন সুজিত মোস্তফাও।

পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিয়েছিলেন। এ ছাড়া ছায়ানটে ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছ থেকেও সংগীতের দীক্ষা নিয়েছিলেন তিনি। রবীন্দ্রসংগীত নিয়েই পাপিয়া সারোয়ারের ধ্যানজ্ঞান। তবে আধুনিক গানও করেছেন।

তার কণ্ঠে ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম’ গানটি দেশজুড়ে জনপ্রিয়তা পায়। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার এবং ২০২১ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন এই গুণী শিল্পী।

বিডি প্রতিদিন