মেয়াদ শেষে জনপ্রতিনিধিরা দায়িত্ব আঁকড়ে থাকতে পারবেন না : হেলালুদ্দীন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

মেয়াদ শেষে জনপ্রতিনিধিরা দায়িত্ব আঁকড়ে থাকতে পারবেন না : হেলালুদ্দীন

নিজস্ব প্রতিবেদক ::
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কাজ করছে। নতুন করে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শিঘ্রই শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন করা সম্ভব।’

তিনি বলেন, পৌরসভা এলাকা সম্প্রসারণ নিয়ে হাইকোর্টে একের পর এক রিট দায়েরের কারণে মেয়াদ উত্তীর্ণের ৭ বছর পেরিয়ে গেলেও এখানে নির্বাচন করা যায়নি।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় জেলা পরিষদ হলে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধী সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় এলাকার সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহু রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু দেব বেভুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘দেশের যে সব পৌরসভায় বিরোধীদলের মেয়ররা দায়িত্বে রয়েছেন-দেখা গেছে সেসব পৌরসভার মেয়ররা ক্ষমতায় থাকার জন্য জটিলতা সৃষ্টি করছেন। মেয়াদ শেষ হলে আর কোনো জনপ্রতিনিধি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন না। এজন্য আইন সংশোধন করা হবে। যাতে করে মেয়াদ শেষে জন প্রতিনিধিরা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন।’

তিনি শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে জেলা প্রশাসকের গাফিলতিকে দায়ী করে বলেন, ‘জেলা প্রশাসকরা মন্ত্রনালয়ে সঠিক রিপোর্ট না পাঠানোর কারণে আমরা মন্ত্রনালয় থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা।’

হেলালুদ্দীন আহমদ বলেন, পৌরসভার পরিধি সম্প্রসারণ একটি দীর্ঘ প্রক্রিায়া। এর মধ্যে শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সম্প্রসারণ ও নির্বাচন দুটোই বিলম্ব হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন নিয়ে সম্প্রতি সরকারি দলের মানববন্ধন আন্দোলনে নামার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটা পাটির জন্য সপ্তম আশ্চার্য না বা অষ্টম আশ্চার্য ঘটনা’? পৌরসভার সম্প্রসারণ প্রক্রিয়া নিয়ে যা করার আইন কানুন মেনেই সব কিছু করতে হবে।’ তিনি বলেন, ‘শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে। শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার পর্যটক আসেন। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটন স্পট আধুনিকায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরআগে শ্রীমঙ্গলের নৃতাত্ত্বিক বিভিন্ন জনগোষ্ঠির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ