ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের

অনলাইন ডেস্ক

 

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তার আগেই পদত্যাগের ঘোষাণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে।

ক্ষমতা গ্রহণের পরই ট্রাম্প ক্রিস্টোফারকে বরখাস্ত করার হুমকি দিয়ে রেখেছেন। তবে সে সুযোগ আর পাচ্ছেন না ট্রাম্প।

বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিস্টোফার রে।

এফবিআইয়ের সভায় ক্রিস্টোফার রে বলেন, “জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ করব। এরপরই পদত্যাগ করব।”

তিনি বলেন, “আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।”

ক্রিস্টোফার রে তার বক্তব্য শেষ করার পর বৈঠকে উপস্থিত সবাই হাততালি দেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এদিকে ট্রাম্প এরই মধ্যে এফবিআই পরিচালক হিসেবে তার পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলকে মনোনীত করেছেন। যদিও বর্তমান এফবিআই পরিচালকও ট্রাম্পেরই পছন্দ ছিলেন। ২০১৭ সালে ১০ বছরের জন্য ক্রিস্টোফার রে-কে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর ক্রিস্টোফার রে’র নেতৃত্বে এফবিআই তার বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করেছিল। এ জন্য তার সমালোচনা করেছিলেন ট্রাম্প। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ