শাবিপ্রবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

শাবিপ্রবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন

শাবিপ্রবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শহিদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৪’ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বিজয় ২৪ সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকি, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।

টুর্নামেন্টের সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তবে খেলাধুলার নিয়ম মেনে সবাইকে সুশৃঙ্খলভাবে খেলতে হবে। খেলার মধ্যে কোন ধরণের বিশৃঙ্খলা না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।