শাবিপ্রবির সিরাজুন্নেসা চৌধুরী হলে ইনডোর গেমস উদ্বোধন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

শাবিপ্রবির সিরাজুন্নেসা চৌধুরী হলে ইনডোর গেমস উদ্বোধন

শাবিপ্রবির সিরাজুন্নেসা চৌধুরী হলে ইনডোর গেমস উদ্বোধন
শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলে ইনডোর গেমস-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ইনডোর গেমস ছাত্রীদের পারস্পরিক সম্পর্ক এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে।