কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক

 

কুড়িগ্রামে গত তিন দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সূর্যের দেখা মিলছে না। দিনের তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে। বিকেলের পর থেকে ঠান্ডা আরও বেড়ে হাড় কাপানো পরিবেশ তৈরি করছে। শীতের এই দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে রাতের বেলায় টিপ টিপ করে পানি ঝরছে, যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রাজারহাট উপজেলার ঠাটমারি এলাকার কৃষক মনজেয়ার আলী বলেন, গতকাল থেকে এত ঠান্ডা পড়ছে যে, জমিতে কাজ করতে ভয় লাগে। তবুও ফসল আবাদ করার জন্য যেতেই হয়।

শহরের বাসস্ট্যান্ড এলাকায় রিকশাচালক মজনু ও এন্তাজ জানান, কুয়াশার কারণে সকালে রিকশা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তার ওপর যাত্রীও অনেক কম। মজনু বলেন, পেটের দায়ে রিকশা চালাতেই হয়।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, জেলার সর্বনিম্ন তাপমাত্রা গত দুই সপ্তাহ ধরে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তিনি বলেন, এ মাসের ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন শীতার্তদের জন্য সহায়তা কার্যক্রম শুরু করেছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে পাওয়া দুই হাজার কম্বল উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। দ্রুতই তা পেলে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

বিডিপ্রতিদিন/