সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
নীতিমালা অনুযায়ী পিআইসি বাস্তবায়ন করতে জেলা প্রশাসককে চিঠি দিলেন অ্যাড. শিশির
শাল্লা প্রতিনিধি
হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন, বন্টন ও বাস্তবায়নের জন্য সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরণ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এডভোকেট শিশির মনির হাওরের ফসল রক্ষা বাঁধ সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে সুনামগঞ্জে ৩৮২ টি হাওর রক্ষা বাঁধের অনুমোদন দেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা। এরমধ্যে দিরাই উপজেলায় পিআইসি সংখ্যা ১০৭টি এবং শাল্লা উপজেলায় ১১৫টি। নীতিমালা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বরে পিআইসির মাধ্যমে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার কথা। ইতোমধ্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। পিআইসি গঠনের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম বা বৈষম্য না হয় সেজন্য করণীয় দিকসমূহ নিম্নে তুলে ধরা হলোঃ
১। উন্মুক্ত আলোচনার মাধ্যমে ওপেন টেবিলে গণশুনানি করা।
২। পিআইসি গঠনের তথ্য এবং সদস্যদের তালিকা মোবাইল এপসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা।
৩। ডাটাবেইজ তৈরির মাধ্যমে সদস্যদের পরিচিতি, দায়িত্ব এবং প্রকল্পের অগ্রগতি সংরক্ষন করা।
৪। পিআইসি নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা।
৫। অনিয়ম ও দুর্নীতিরোধে অভিযোগ সেল গঠন করা।
৬। কমিটির সদস্য কর্তৃক সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা।
৭। প্রকল্প এবং পিআইসির কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও অডিট করা এবং জনসাধারণের সামনে প্রকাশ করা।
উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে পিআইসি গঠন ও বণ্টন করতে বলা হয়েছে। যদি নীতিমালা অনুযায়ী পিআইসি গঠন ও বন্টনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন বলেন, এডভোকেট শিশির মনির সাহেব সরকারের নীতিমালা অনুযায়ী কাজ করতে চিঠি দিয়েছেন৷ আমিও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলে দিয়েছি পিআইসিতে কোন প্রকার অনিয়ম ও আইনের ব্যতয় যেন না হয়।
পিআইসি সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকের সাথে বিভিন্ন দপ্তরেও অনুলিপি প্রদান করা হয়:
১। নির্বাহী প্রকৌশলী পওর বিভাগ-১, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সুনামগঞ্জ।
২। নির্বাহী প্রকৌশলী পওর বিভাগ-২, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সুনামগঞ্জ।
৩। সভাপতি, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটি, দিরাই।
৪। সভাপতি, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটি, শাল্লা।
৫। সদস্য সচিব, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটি, দিরাই।
৬। সদস্য সচিব, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটি, শাল্লা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি