সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
উইন্ডোজ ১১ আপডেট নিয়ে বিভ্রান্তি : ৪০ কোটি ব্যবহারকারীকে সতর্কতা
অনলাইন ডেস্ক
মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য প্রায় এক সপ্তাহ আগে পিসিতে টিপিএম ২.০ (ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল) হার্ডওয়্যার থাকাকে বাধ্যতামূলক ঘোষণা করেছিল। তাই মাইক্রোসফট যেসব পিসিতে টিপিএম ২.০ হার্ডওয়্যারটি নেই, সেগুলোতে ১১ ইলেভেন আপডেট বন্ধ করেছিল। ২০২৪ সালের শেষ ‘প্যাচ টুয়েসডে’তে প্রকাশিত আপডেটে কোম্পানিটি ৪০ কোটি ব্যবহারকারীকে সতর্ক করে জানিয়েছে, তাদের পিসি আপডেট করলে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাওয়ার সুযোগ হারাতে পারে তারা।
কিন্তু এখন শোনা যাচ্ছে- এই আপডেট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোম্পানিটি সিদ্ধান্ত থেকে সরে এসে জানায় যে- এখন পুরোনো এবং অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে। পিসি ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ‘মাইক্রোসফট এখন পুরোনো, অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১ ইনস্টল করার অনুমতি দিচ্ছে। বহু বছর সতর্ক করার পরে মাত্র এক সপ্তাহরও কম সময় আগে মাইক্রোসফট তাদের নীতি কড়াকাড়ি করেছিল। কিন্তু এখন অপ্রত্যাশিত ও বিভ্রান্তিকরভাবে কোম্পানিটি অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১ ইনস্টল করার সুযোগ দিয়েছে।’
মাইক্রোসফট তার নীতি বদলানোর কারণ হতে পারে এই সিদ্ধান্তটি ৪০ কোটি ব্যবহারকারীকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ যাদের পিসিতে টিপিএম ২.০ নেই, তারা চাইলেও উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারতো না। এই সিদ্ধান্তের মাধ্যমে ‘ইতিহাসে সর্ববৃহৎ পরিমাণ কম্পিউটার পরিত্যক্ত হওয়ার ঢেউ’ রোধ করেছে মাইক্রোসফট। কারণ গ্রাহক ও পরিবেশের ওপর এর ভয়ানক প্রভাব পড়ত।
মাইক্রোসফট স্পষ্ট করে বলেছে, টিপিএম ২.০ ছাড়া যেসব পিসি রয়েছে, সেগুলো আপডেট করলে ভবিষ্যতে নিরাপত্তা আপডেট পাওয়ার সম্ভাবনা নেই। মাইক্রোসফট জানিয়েছে, পিসি যদি পুরোনো বা অনুপযুক্ত হয়, তবে উইন্ডোজ ১১ ইনস্টল করা হলে ডিভাইসটি সঠিকভাবে কাজ নাও করতে পারে এবং আপনি ভাইরাস বা সুরক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দেওয়া আপডেট নাও পেতে পারেন। এতে করে পিসি হ্যাকিং বা ভাইরাসের আক্রমণের ঝুঁকি বাড়বে।
এছাড়া মাইক্রোসফট তাদের সহায়ক পৃষ্ঠায় একটি শর্তও দিয়েছে: ‘যদি আপনি উইন্ডোজ ১১ ইনস্টল করার সিদ্ধান্ত নেন, তবে অনুপযুক্ত পিসিতে এটি ব্যবহারের কারণে ভবিষ্যতে কোনো আপডেট পাবেন না। এছাড়া, এর ফলে আপনার পিসি কাজ করা বন্ধ করে দিলে, মাইক্রোসফট আপনার পিসির কোনো ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না।
যেহেতু উইন্ডোজ ১০-এর সাপোর্ট ২০২৫ সালে শেষ হয়ে যাবে, তাই অনেক ব্যবহারকারী এখন উইন্ডোজ ১১-এ আপগ্রেড করার চেষ্টা করছেন। তবে মাইক্রোসফটের এ সিদ্ধান্ত পরিবর্তন এবং জটিলতার কারণে, অনেক ব্যবহারকারী বুঝতে পারছেন না তারা কি করবেন। এটি তাদের জন্য একটি বড় ঝুঁকি, কারণ এতে ব্যবহারকারীরা ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি