বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক

 

মানিকগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ (নাশকতা) মামলায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পন (২৮)-কে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টে তাকে তোলা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আসামি সম্পাদক সামিউর রহমান কম্পন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার রতন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গত ৫ আগস্ট শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা করা হয়। পরে এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর বাদী হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ দলীয় ও সহযোগী সংগঠনের ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন। ওই মামলায় সামিউর রহমান কম্পনকে কারাগারে প্রেরণ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ সামিউর রহমান কম্পনকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বহুতল ভবন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ভবন থেকে পড়ে গিয়ে সামিউর রহমান কম্পন গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

মানিকগঞ্জ আদালত পুলিশে ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, আসামি সামিউর রহমান কম্পনকে আদালতে তোলা হলে আদালতের বিচারক সার্বিক বিষয় পর্যালোচনা করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডিপ্রতিদিন