ভাই-বোন মিলে করতেন ইয়াবার ব্যবসা!

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

ভাই-বোন মিলে করতেন ইয়াবার ব্যবসা!

ভাই-বোন মিলে করতেন ইয়াবার ব্যবসা!

নিজস্ব প্রতিবেদক

মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

গ্রেফতার মো. আলাউদ্দিন (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলাম উভয়ের ছেলে ও মোছা. রোজিনা বেগম (৩৯)। তারা উভয়ে সম্পর্কে আপন ভাই ও বোন।

 

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে জানায়, ব্রাহ্মনবাড়ীয়া সদর থানার শিমরাইলকান্দি এলাকা থেকে ৫৮০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ