সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
সিরিয়া পুনর্গঠনে তুরস্ক-মার্কিন বৈঠক, জর্ডানে বড় সম্মেলনের প্রস্তুতি
অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়া পুনর্গঠন এবং দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই আলোচনায় দুই নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সিরিয়া পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
তুরস্ক-মার্কিন বৈঠকের সময় সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসডিএফ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি) যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছে। তুরস্কের মতে, ওয়াইপিজি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর একটি শাখা, যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি।
তুরস্কে যাত্রার আগে ব্লিংকেন বলেন, পিকেকে তুরস্কের জন্য বড় ধরনের বিপদের কারণ। তবে আমরা চাই, সিরিয়ায় আর কোনো নতুন সংঘর্ষ না হোক। অন্তর্বর্তী সরকার গঠন হোক এবং তা স্থিতিশীলভাবে কাজ করুক।
এর আগে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বাদশাহ আবদুল্লাহ জোর দিয়ে বলেন, সিরিয়ার মানুষের পছন্দকে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গাজার শান্তি স্থাপনকেও অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ব্লিংকেন বলেন, পরিবর্তনের এই সময়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের লক্ষ্য হলো নতুন কোনো সংঘর্ষ এড়ানো।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের আলোচনার প্রসঙ্গ তুলে ব্লিংকেন জানান, নেতানিয়াহুর মতামত অনুযায়ী, সিরিয়ায় সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধ করা প্রয়োজন। সিরিয়ার সেনাবাহিনী যে বিপুল অস্ত্র ফেলে রেখেছে, তা যেন ভুল মানুষের হাতে না পড়ে।
এই সপ্তাহান্তে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠিত হবে জর্ডানে। সৌদি আরব, মিসর, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ আরব ও পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। তুরস্ক ও মার্কিন প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সম্মেলনে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া শুরুর বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি