এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন

এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন

অনলাইন ডেস্ক

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, শ্রমজীবী মানুষ যা অর্জন করে আর উপার্জন করে আমরা অসাধুাতা করে দুর্নীতি করে তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করে খাই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ১নং হিরাঝিলে নারায়ণগঞ্জ জেলা মোটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সততা নিষ্ঠা ও শ্রম দিয়ে এদেশের অর্থনীতিকে সচল ও সম্মানিত করেছে। আর হাসিনার চোরের দল চুরি করে এদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ রব। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান প্রধান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।

সভায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রওশন আলী, শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী উপস্থিত ছিলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের ওপর গুলি চালানো হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর জনগণের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে শ্রমজীবী মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. গোলাম হোসেনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন তিন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নতুন নির্বাচন আয়োজন করবে।

বিডি-প্রতিদিন