সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
খুলনা, মেহেরপুর ও মাগুড়া জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন অ্যাড. মোমরেজুল ইসলাম।
এছাড়াও মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন করে আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন আমিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক),
জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহ্বায়ক), ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহ্বায়ক), মাসুদ অরুণ (সদস্য) ও
আমজাদ হোসেন (সদস্য।
একই সঙ্গে আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।
মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক কিশোর, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহবায়ক পিকুল খাঁন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি