সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
গাঁজা বৈধ করাকে ইতিহাসের বড় ভুল বললেন এলটন জন
অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতজ্ঞ ও কিংবদন্তি পিয়ানোবাদক স্যার এলটন জন সম্প্রতি গাঁজা বৈধকরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অঞ্চলে গাঁজা বৈধ করার সিদ্ধান্তকে তিনি ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।
টাইম সাময়িকীর ‘বর্ষসেরা ব্যক্তি’–সংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন বলেন, আমি গাঁজাকে সব সময় আসক্তির সূচনা হিসেবে দেখেছি। এটি মানুষকে ধীরে ধীরে আরও ক্ষতিকর মাদকের দিকে টেনে নিয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মাদকাসক্ত হলে মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি হারিয়ে যায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করার সিদ্ধান্ত এমন একটি ভুল, যার প্রভাব ভবিষ্যতে গুরুতর হতে পারে।
একসময় মাদকের কবলে পড়ে নিজের জীবন বিপন্ন করে তুলেছিলেন এলটন জন। সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে নিরাময়কেন্দ্রে ভর্তি হন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর মাদক থেকে মুক্তি পেয়ে নতুন করে জীবন শুরু করেন এই সংগীতজ্ঞ।
তার দীর্ঘদিনের লেখার অংশীদার বার্নি টাউপিন সেই কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, এলটন মাদকাসক্ত ছিলেন, এবং তার জীবন নিয়ে আমি গভীরভাবে চিন্তিত ছিলাম। সেই সময়টি ছিল একেবারে ভয়ংকর। চিকিৎসা চললেও এই অবস্থার কারণে তার দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’-এর প্রিমিয়ারের পর আবেগাপ্লুত এলটন জন নিজেই এই বিষয়টি প্রকাশ করেন। তবুও তিনি এই সীমাবদ্ধতার মধ্যেও জীবনের প্রতি তার ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন।
এলটন জনের অসাধারণ সংগীতজীবন তাকে শুধু ব্রিটেন নয়, বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে স্থান করে দিয়েছে। তার জনপ্রিয় গান ‘স্যাক্রিফাইস’ ভালোবাসা ও বিচ্ছেদ নিয়ে এক অনন্য সৃষ্টিকর্ম। এছাড়াও প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যে তার গাওয়া ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি যুক্তরাজ্যসহ সারা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়েছিল।
গানের পাশাপাশি মাদকাসক্তি থেকে মুক্তি এবং জীবনকে নতুন করে গড়ে তোলার অনুপ্রেরণার গল্প দিয়ে এলটন জন প্রমাণ করেছেন, সংকটের মধ্যেও আশার আলো জ্বালানো সম্ভব। দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও তিনি এখনো জীবন এবং সুরের প্রতি তার ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছেন।
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি