সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
বোমা মেরে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি
অনলাইন ডেস্ক
এবার ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে! ব্যাংকটির গভর্নরের কাছে ইমেইলে এই হুমকি বার্তা পাঠানো হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। তার মধ্যেই বৃহস্পতিবার তার সরকারি মেল আইডি-তে ওই হুমকি-বার্তা যায়। রুশ ভাষায় লেখা হয়েছিল ইমেইলটি।
এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যেই অজ্ঞাত ইমেল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের এর কর্মকর্তা বলেন, “মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এসেছে। মাতা রমাবাই মার্গ থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে খবর, ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, এর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত মাসেই মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি-ফোন যায়। ফোনের ও পাড়ে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে পরিচয় দেন। যদিও সেই ঘটনার তদন্তে নেমে উল্লেখযোগ্য কিছুই পায়নি মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই দেশের শীর্ষ ব্যাংকের ২৬তম প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা মালহোত্রা। তিনি গত ছয় বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি