সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
সাফল্য ও গৌরবের ২৫ বর্ষপূর্তিতে জেসিপিএসসি’র রজত জয়ন্তী উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপন করা হয়। জেসিপিএসসি’র ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপন উপলক্ষে সম্পূর্ণ ক্যাম্পসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির ২৫তম বর্ষপুর্তিতে ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপিত হয়। সন্ধ্যা ৭টায় জেসিপিএসসির অডিটোরিয়ামে তথ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণমূলক আলোচনা, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জেসিপিএসসি’র ‘রজত জয়ন্তী-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার,
সিলেট এরিয়া এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিস’ এর কমান্ডার মেজর জেনারেল কবির আহাম্মাদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এরিয়ার কর্নেল এডমিন ও জেসিপিএসসি’র পরিচালনা পর্ষদের মান্যবর সভাপতি কর্নেল মোহাম্মদ জিয়াউল হক, পিএসসি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির আহমদ, জেসিপিএসসির সাবেক অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, এইসি (অবঃ), লে. কর্নেল মোঃ আলমগীর হোসাইন, পিএইচডি, এইসি (অবঃ), লে. কর্নেল মোঃ বদরুল আলম, পদাতিক (অবঃ), লে. কর্নেল মোহাম্মদ ইকবাল-উর-রহমান সৌরভ, পিএসসি (অবঃ) এবং উর্ধ্বতন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ।
জেসিপিএসসির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমীন এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক জুবায়ের। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘এইচএসসি-২০০২’ ব্যাচের শিক্ষার্থী ডা. এএফএম রেজাউল ইসলাম ও ‘এইচএসসি-২০০৩’ ব্যাচের শিক্ষার্থী ডা. নুসরাত আরেফিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হলো জ্ঞানের বিকাশ, আচরণের কাক্সিক্ষত পরিবর্তন ও সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটিয়ে আলোকপ্রাণ মানুষে পরিণত হওয়া। জেসিপিএসসি ১৯৯৯ সালের ৪ জুলাই প্রতিষ্ঠিত হয়ে স্বগৌরবে সুদীর্ঘ ২৫ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারায় সিলেট বিভাগ এমনকি
সিলেটের বাহির থেকেও অনেক অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে পাঠিয়ে থাকেন। বর্তমানে শিক্ষার্থীরা সিলেট বিভাগ তথা আঞ্চলিকতার গন্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, কুইজ ও বিজ্ঞান মেলাসহ প্রতিটি ক্ষেত্রে অর্জন করছে ঈর্ষণীয় সাফল্য। আর এই পথ পরিক্রমায় অভিভাবক ও সুধীজনের আস্থা ও বিশ্বাসের বিমূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে এ প্রতিষ্ঠানটি। মাত্র ২৫ বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটা জেসিপিএসসি’র অনন্য কীর্তি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা হচ্ছে একখন্ড হীরকের মতো যার দ্যুতিতে চারদিক আলোকিত হয়। তোমরা সেই আলোয় উদ্ভাসিত হয়ে, জ্ঞানসমুদ্রে অবগাহন করে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখবে, তোমরা মানসিকভাবে বিকশিত হলেই তোমাদের মধ্যে বহুমাত্রিক বোধের উন্মেষ ঘটবে। তোমাদেরকে পড়ার অভ্যাস করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তোমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। আমি জেনে আনন্দিত হয়েছি, সাম্প্রতিক সময়ে মিশরে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (IOI) প্রতিযোগিতা-২০২৪ এ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দেবজ্যোতি দাস সৌম্য প্রথম বাংলাদেশী হিসেবে সমগ্র বিশ্বে ৩০তম অবস্থানসহ স্বর্ণ পদক অর্জন করেছে যা আন্তর্জাতিক পরিমন্ডলে এক অনন্য অর্জন। আমি বিশ্বাস করি, জেসিপিএসসি‘র এই বর্ণিল পরিবেশে অধ্যয়ন করে তোমরা দেশ ও জাতির আশা-আকাক্সক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠবে।
উল্লেখ্য, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট শহরের অদূরে জালালাবাদ সেনানিবাস এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৯ সালের ৪ জুলাই প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সিলেট জেলা তথা এতদঞ্চলের মানুষের কাছে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নেয়। প্রতিষ্ঠার মাত্র ৫ বছর পর ২০০৪ সালে প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সনদপত্র লাভ করে। এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীতে নারী অফিসারসহ ৩৪ জন সামরিক অফিসার, পাবলিক বিশ^বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক, বিসিএস প্রশাসন পদে ৯ জন, প্রকৌশলী ৫ জন, সরকারি-বেসরকারি পর্যায়ে অসংখ্য চিকিৎসক, আইনজীবী, সফল উদ্যোক্তা, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক, শিক্ষক ও ঘঅঝঅসহ দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক, গণিত-বিজ্ঞান-বাংলাসহ বিভিন্ন অলিম্পিয়াড প্রভৃতিতে সাফল্যের স্বাক্ষর রেখে চলছে।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি এর দিকনির্দেশনায় ও উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপন অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ লাহিন উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি