সিলেটে ‘ভাড়া নিব ডটকম’র ৩য় বর্ষপূতি পালন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

সিলেটে ‘ভাড়া নিব ডটকম’র ৩য় বর্ষপূতি পালন

সিলেটে ‘ভাড়া নিব ডটকম’র ৩য় বর্ষপূতি পালন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের অনলাইন ওয়েবসাইট ‘ভাড়া নিব ডটকম’র ৩য় বর্ষপূতি পালন করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ উপলক্ষে

সিলেটে আল হামরা শপিং সিটির নবম তলার নিজস্ব কার্যলয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশাল ইউনির্ভাসিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, হেক্সাস এডুকেশনের ডাইরেক্টর ও সিলেট জিন্দাবাজার হেক্সাসের সিইও এবং অপস্টেল আইটির চেয়ারম্যান সুলতান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দি আইটি এইডও অপস্টেল আইটির সিইও মাহফুজ রহমান তরফদার, ইয়ুথশপ ও সিলকেয়ার মালিক মারজান সাজ্জাদ, ব্র্যাক ব্যাংক সিলেট জোনের আঞ্চলিক প্রধান রেজাউল রহমান, সাংস্কৃতিক ব্যাক্তি ও সংগঠন আশরাফুল ইসলাম অনি, অপস্টেল আইটির চিপ অপারেটিং অফিসার হাবিবুর রহমান, দি আইটি এইডের আইটি অফিসার মারুফ আহমেদ পাপ্পু, ওমর মির্জা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ