সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের

সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
অনলাইন ডেস্ক

 

ঢাকা ওয়াসায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ডিজিটাল হাজিরা দিতে বলা হয়েছে। তাদের এই হাজিরা গণনা করা হবে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে। যে কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা নিশ্চিতে ব্যর্থ হবেন, তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব কর্মস্থলে সকাল ৯টার মধ্যে ডিজিটাল, বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্ট ডিভাইস সিস্টেমে প্রবেশ ও বাহিরের সময় আবশ্যিকভাবে হাজিরা প্রদান করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা ওয়াসা।

তিনি আরও জানান, ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বিডি-প্রতিদিন