সিরিয়ায় গম সরবরাহ বন্ধ করল রাশিয়া

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

সিরিয়ায় গম সরবরাহ বন্ধ করল রাশিয়া

সিরিয়ায় গম সরবরাহ বন্ধ করল রাশিয়া

 

অনলাইন ডেস্ক

 

সিরিয়ায় গম সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। নতুন সরকারের অনিশ্চয়তা এবং অর্থপ্রদানে বিলম্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান এবং সিরিয়ান সূত্রগুলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার জন্য রাশিয়ার পাঠানো দুটি গমবাহী জাহাজ গন্তব্যে পৌঁছাতে পারেনি। রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ। পুতিনের মস্কো দীর্ঘদিন ধরে বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে এবং জটিল আর্থিক ও লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে সিরিয়াকে গম সরবরাহ করতো। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে।

রাশিয়ার সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ায় গম আমদানির দায়িত্ব কারা নেবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় রপ্তানিকারকরা সিরিয়ায় গম সরবরাহ করতে অনিচ্ছুক। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, বর্তমান পরিস্থিতিতে কেউ সিরিয়ায় গম সরবরাহ করার সাহস করবে না।

শিপিং ডেটা অনুসারে, রাশিয়ার গমবাহী একটি জাহাজ ‘মিখাইল নেনাশেভ’ সিরিয়ার উপকূলের কাছে নোঙর করা রয়েছে। অন্য একটি জাহাজ, ‘আলফা হারমেস,’ কয়েকদিন সিরিয়ার উপকূলের কাছে অবস্থানের পর এখন মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের দিকে যাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিষেধাজ্ঞার চাপের কারণে রাশিয়ার এই গম সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে সিরিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ