সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪
বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ওয়াগন ট্রেনে ভারতের পাঞ্জাব থেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীনা খাতুন।
এই আলুর চালানটি আমদানি করেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারক ভারতের আতিপ এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান। আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে আলম অ্যান্ড সন্স নামে সিঅ্যান্ডএফ এজেন্ট। পণ্য চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীনা খাতুন জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এ আলুর চালানটি কাস্টমস থেকে খালাস নিলে ট্রেনটি বেনাপোল থেকে নওয়াপাড়ায় নেওয়া হবে। পরে সেখান থেকে এ আলুর চালানটি খালি হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল বলেন, ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৯ হাজার ৪৬০ ব্যাগে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে। পরে খালাস নিয়ে এ ট্রেনটি নওয়াপাড়া নেওয়া হবে। এবং সেখান থেকে খালি করে দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি